ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইয়াবার টাকা ভাগ

কক্সবাজারে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
কক্সবাজারে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ৩

কক্সবাজার: কক্সবাজার শহরে ইয়াবার টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের তিনজন আহত হয়েছেন। তারা হলেন দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার নুর আহমদের ছেলে মোরশেদ হোসেন মেহেরাজ (২৮), একই এলাকার কাদের হোসেনের ছেলে সাইম হোসেন (১৬) ও পাখি আক্তার।

মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত আটটায় শহরের রুমালিয়ারছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াবার টাকা উদ্ধার করতে দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার আলাউদ্দিনকে জিম্মি করে নিয়ে যাচ্ছিল একই এলাকার সন্ত্রাসী ছোটন ও মুন্না গ্রুপ। এ সময় আলাউদ্দিনের সহযোগী মোরশেদ হোসেন মেহেরাজ ও জাহাঙ্গীর আজাদের নেতৃত্বে বেশ কয়েকজন সন্ত্রাসী তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়। পরে মারামারি দেখে এগিয়ে আসলে মোরশেদ ও আলাউদ্দিন ধারাল দা দিয়ে পাখি নামে ওই মহিলাকে গলায় ছুরিকাঘাত করে। এরপর আলাউদ্দিন দ্রুত পালিয়ে গেলেও ছোটন ও মুন্না এবং তাদের সহযোগীর হামলায় গুরুতর আহত হয় মোরশেদ ও সাইম হোসেন নামে এক পথচারী। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে পাখি ও মোরশেদের অবস্থা আশঙ্কাজনক।

কক্সবাজার সদর মডেল থানার এসআই আব্দুর রহিম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ইয়াবার টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। হামলাকারীদের আটক করতে অভিযান চলছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে  রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
টিটি/এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।