ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

সিলেট: সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০১৬ এর ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় শুরু হওয়ায় এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে সমিতির লাইব্রেরি কক্ষে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

নির্বাচনে সমিতির ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭ জন।

নির্বাচন পরিচালনা কমিটি সূত্র জানায়, এবার সমিতির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সভাপতি একেএম অ্যাডভোকেট শমিউল আলম ও অ্যাডভোকেট আখতার হোসেন খান।

সহ সভাপতি-১ পদে অ্যাডভোকেট অশেষ কর ও অ্যাডভোকেট মো. আখতার বক্স জাহাঙ্গীর, সহ সভাপতি-২ পদে অ্যাডভোকেট ওলি উল্লাহ মারুফ, অ্যাডভোকেট মো. জহুরুল ইসলাম, অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাধারণ সম্পাদক পদে এবার পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন-অ্যাডভোকেট মো. ফজলুল হক সেলিম, অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম (আশরাফ), অ্যাডভোকেট মো. বেলাল উদ্দিন, অ্যাডভোকেট মো. কামাল হোসাইন ও অ্যাডভোকেট হোসেন আহমদ।

যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট জোহরা জেসমিন, অ্যাডভোকেট মো. ফজলুল হক, অ্যাডভোকেট মো. জোবায়ের বখত জুবের, অ্যাডভোকেট দেলওয়ার হোসেন দিলু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সহ সম্পাদকের দুই পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন-অ্যাডভোকেট মো. জয়নুল হোসেন রুবেল, অ্যাডভোকেট ইমরান আহমদ, অ্যাডভোকেট সাহেদ আহমদ, অ্যাডভোকেট আহমেদ ওবায়দুর রহমান ফাহমি।

নির্বাচন কর্মকর্তা পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- অ্যাডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুব হোসাইন ও অ্যাডভোকেট মো. কামরুজ্জামান।

সমাজ বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। তারা হলেন- অ্যাডভোকেট আজাদ আহমদ, অ্যাডভোকেট মো. খালেদ আহমদ জুবায়ের ও অ্যাডভোকেট মাছুম আহমদ।

লাইব্রেরি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট মোহাম্মদ বদরুল ইসলাম জাহাঙ্গীর, অ্যাডভোকেট মো. মাসুদ আহমদ (মহসিন) ও অ্যাডভোকেট বিদ্যুৎ কুমার দাস (বাপন)।

কার্যনির্বাহী কমিটির ১১টি সদস্য পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- অ্যাডভোকেট মো. মনির উদ্দিন, অ্যাডভোকেট মো. আজিজুর রহমান, অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাশ চৌধুরী, অ্যাডভোকেট মো. আহমদ আলী, অ্যাডভোকেট তাজুল ইসলাম, অ্যাডভোকেট জেবুন নাহার সেলিম, অ্যাডভোকেট জ্যোর্তিময় পুরকায়স্থ কাঞ্চন, অ্যাডভোকেট মো. ওবায়দুর রহমান, অ্যাডভোকেট আক্তার উদ্দিন আহমদ টিটু, অ্যাডভোকেট মো. আত্তর আলী, অ্যাডভোকেট মো. আলীম উদ্দিন, অ্যাডভোকেট শামিম আহমদ সিদ্দিকী, অ্যাডভোকেট সুজিত কুমার বৈদ্য, অ্যাডভোকেট মোহাম্মদ মুহিউদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মদ আবু তালেব মিয়া, অ্যাডভোকেট মো. সিরাজুল হক, অ্যাডভোকেট মামুন আহমদ সিকদার ও অ্যাডভোকেট মো. মুজিবুর রহমান।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।