ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোদাগাড়ীতে ট্রাক চাপায় কিশোরীর মৃত্যু

স্টফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
গোদাগাড়ীতে ট্রাক চাপায় কিশোরীর মৃত্যু

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ এলাকায় ট্রাকচাপায় অজ্ঞাত পরিচয়ে এক কিশোরীর (১৪) মৃত্যু হয়েছে।

রোববার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে পুলিশ।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সুলতানগঞ্জ গরিডোর এলাকায় গোদাগাড়ী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী বাল‍ু ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-০৮৭৪) ওই কিশোরীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে  থানায় নিয়ে যায় পুলিশ।

ওসি বলেন, এখনও ওই কিশোরীর পরিচয় পাওয়া যায়নি। তবে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। পরিচয় শনাক্তের পর রোববার সকালে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এ ঘটনায় থানায় একটি মামলা করা হবে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।