ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে হরিণের মাংস ক্রেতা-বিক্রেতার কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
বাগেরহাটে হরিণের মাংস ক্রেতা-বিক্রেতার কারাদণ্ড

বাগেরহাট: বাগেরহাটে হরিণের মাংস ক্রয়-বিক্রয়ের দায়ে দুইজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক বাগেরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ নজরুল ইসলাম এ সাজা দেন।



সাজা প্রাপ্তরা হলেন- সাতক্ষীরার একসেরা গ্রামের মনির উদ্দিন ছানার ছেলে তাইয়ুব আলী ছানা (৫৫) ও বাগেরহাট শহরের নাগের বাজার এলাকার নীরত চন্দ্র দেবের ছেলে বৌদ্ধ দেব (৫৫)।

বিকেলে বাগেরহাট সদর উপজেলার বাদামতলা মোড় এলাকা থেকে ৬ কেজি হরিণের মাংস সহ তাদের আটক করে পুলিশ।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর বাদামতলা মোড় এলাকা থেকে বাজারের ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় ৬ কেজি হরিণের মাংসসহ বিক্রেতা তাইয়ুব আলী ছানা ও ক্রেতা বৌদ্ধ দেবকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের এ সাজা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।