ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের দাবিতে সচিবালয়ে লিফলেট বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের দাবিতে সচিবালয়ে লিফলেট বিতরণ

ঢাকা: সিলেকশন গ্রেড ও টাইম স্কেলসহ তিন দফা দাবিতে লিফলেট বিতরণ করেছে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ৫টি সংগঠন।

সংগঠনগুলো হলো- বাংলাদেশ সচিবালয় অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সচিবালয় পার্সোনাল অফিসার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সচিবালয় চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতি, বাংলাদেশ সচিবালয় এও/পিও লিয়াজো কমিটি এবং বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।

   

রোববার (১৬ জানুয়ারি) বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা (এও), ব্যক্তিগত কর্মকর্তা (পিও) এবং চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে এ লিফলেট বিতরণ করেন তারা।  
 
তাদের অন্য দাবিগুলো হলো- ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে আপগ্রেডসহ ২২০০/০০ টাকা স্কেলে উন্নীতকরণ এবং জাতীয় বেতন কমিশন-২০১৫ এর সুপারিশের পরিপ্রেক্ষিতে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ৩০ শতাংশ হারে সচিবালয় ভাতা প্রদান।  
 
লিফলেটে সব মন্ত্রণালয় ও বিভাগের প্রশাসনিক কর্মকর্তা (এও) ও ব্যক্তিগত কর্মকর্তাদের (পিও) ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।    
 
জাতীয় বেতন কাঠামো ঘোষণার আগে থেকেই এসব কর্মকর্তা-কর্মচারী তাদের দাবি জানিয়ে আসছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
এসএমএ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।