ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জাতীয় প্রেসক্লাবের ফ্যামিলি ডে-২০১৬ অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
জাতীয় প্রেসক্লাবের ফ্যামিলি ডে-২০১৬ অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইল: জাতীয় প্রেসক্লাবের বার্ষিক ফ্যামিলি ডে -২০১৬ অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইলে।

এই ফ্যামিলি ডে-কে ঘিরে টাঙ্গাইলের ভূঞাপুরের যমুনা নদীর পাড়ে গড়ে উঠা যমুনা রিসোর্ট পিকনিক স্পটটি জমে উঠেছিল হাজারো সংবাদকর্মীর মিলনমেলায়।



শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে ঢাকা থেকে ‘জাতীয় প্রেসক্লাব এক্সপ্রেস’ নামের একটি বিশেষ ট্রেনে করে পিকনিক স্পটে আসেন জাতীয় প্রেসক্লাবের সদস্য, প্রায় ৮শ’ সাংবাদিক ও তাদের পরিবারের সদস্য সহ প্রায় আড়াই হাজার সদস্যের একটি দল। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, সিনিয়র সহ সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সহ সভাপতি আমিরুল ইসলাম কাগজী, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী, ইলিয়াস হোসেন, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সিনিয়র সাংবাদিক, প্রেসক্লাবের সদস্যরাসহ তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

ফ্যামিলি ডে তে জাতীয় প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেন, টাঙ্গাইল সদর পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ, টাঙ্গাইলের র‌্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানীর (সিপিসি-৩) কোম্পানী কমান্ডার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মাওলা, টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্যরা তাদের পরিবারবর্গসহ উপস্থিত ছিলেন।

ফ্যামিলি ডে তে দুপুরের খাবারের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। পরে ফ্যামিলি ডে’র বিশেষ আকর্ষণ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সদস্যদের নিয়ে র‌্যাফেল ড্র-এর আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।