ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
বেগমগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকায় ট্রেনে কাটা পড়ে সুদেব চন্দ্র মজুমদার (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (১৩ জানুয়ারি) সকালে চৌমুহনী-সোনাপুর রুটের আউট সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহত যুবকের পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে জানা যায়, তার নাম সুদেব চন্দ্র মজুমদার। তিনি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চাটখালি এলাকার সুধির চন্দ্র মজুমদারের ছেলে।

স্থানীয়রা বাংলানিউজকে জানায়, সকালে চৌমুহনী-নোয়াখালী রুটের আউট সিগন্যাল এলাকায় রেল লাইনের পাশে মৃতদেহটি পড়ে ছিল। খবর পেয়ে চৌমুহনী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

চৌমুহনী রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলিম উল্লা বাংলানিউজকে জানান, সকালে নোয়াখালী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।