ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে নব-নির্বাচিত মেয়র কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
চাঁপাইনবাবগঞ্জে নব-নির্বাচিত মেয়র কারাগারে নজরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও জেলা জামায়াতের আমির নজরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা দায়রা জজ এনামুল বারী ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুয়েল অধিকারী এ আদেশ দেন।


 
জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রশিদ বাংলানিউজকে জানান, জেলা দায়রা জজ আদালতে তিনটি ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনটি মোট ছয়টি মামলায় জামিন আবেদন চেয়ে নজরুল ইসলাম আত্মসমপর্ণ করলে উভয় আদালত একটি করে মামলায় জামিন দিলেও অপর চারটি মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তিনি আরও বলেন, সিটি কলেজের মেধাবী ছাত্র আরিফুল ইসলাম আরিফ হত্যা মামলার এজাহারনামীয় আসামি নজরুলের ১০ দিনের রিমান্ড আবেদন করলে ২১ জানুয়ারি ২০১৬ শুনানির দিন ধার্য করেন আদালত। এছাড়া নজরুলের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন থানায় নাশকতা, হত্যাসহ ১৮টি মামলা রয়েছে।

এদিকে, সকালে সরকার বিরোধী প্রচারণায় জড়িত থাকার অভিযোগে ও আগের মামলায় নব-নির্বাচিত জামায়াতের দুই মহিলা কাউন্সিলরকে আটক করেছে পুলিশ।

এরা হলেন- ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মোসলেমা বেগম মুসি ও ১০, ১১, ১২ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সাকেরা খাতুন।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।