ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় অপহৃত যুবক উদ্ধার, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
গাইবান্ধায় অপহৃত যুবক উদ্ধার, আটক ২

গাইবান্ধা: গাইবান্ধা জেলা জজ আদালতে মামলার হাজিরা দিতে এসে অপহৃত রফিকুল ইসলাম জনি (২৮) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় জড়িত সন্দেহে হাবিবুর রহমান (২৫) ও রতন মিয়া (২৪) নামে দুই যুবককে আটক করা হয়েছে।


   
বুধবার (১৩ জানুয়ারি) ভোরে সদর উপজেলার সুন্দরজান মোড় থেকে অপহৃত যুবককে উদ্ধার ও দুই যুবককে আটক করা হয়।

দুপুরে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া যুবক রফিকুল ইসলাম জনি গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলার মাস্তা গ্রামের নিজামুল ইসলাম বাবুর ছেলে।

আটক হাবিবুর রহমান জেলার সদরের পলাশপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে ও রতন মিয়া সদর উপজেলার খামার টেংগরজানি গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে।

ওসি মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে একটি মামলার হাজিরা দিতে গাইবান্ধা জেলা জজ আদালতে আসেন জনি। দুপুরে কয়েকজন যুবক তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটক রেখে মোবাইল ফোনে তার পরিবারের কাছে চাঁদা দাবি করে।

মোবাইল ফোনের সূত্র ধরে অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করা হয়।

এ ঘটনায় রফিকুল ইসলামের স্ত্রী বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।