ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিযুদ্ধের সেনানী জ্যাকবের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিশেষ সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
মুক্তিযুদ্ধের সেনানী জ্যাকবের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা: মুক্তিযুদ্ধের অকুতোভয় ভারতীয় সেনাপতি এবং পাঞ্জাবের সাবেক গভর্নর লেফটেন্যান্ট জেনারেল (অব.) জেএফআর জ্যাকবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৩ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।

বুধবারই নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ৯৩ বছর বয়সী জ্যাকব।

প্রধানমন্ত্রী তার শোক বিবৃতিতে বলেন, আমরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এক অকুতোভয় সেনানীকে হারালাম। মুক্তিযুদ্ধে জেনারেল জ্যাকবের অবদান এই জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্বে রণাঙ্গনে সরাসরি যোগ দেয় ভারতীয় সেনাবাহিনী। জেনারেল জ্যাকব তখন ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় চিফ অব স্টাফ। মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্বে সমর পরিকল্পনা ও বাস্তবায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তখনকার মেজর জেনারেল জ্যাকব।

মুক্তিযুদ্ধের অগ্নিঝরা সেই দিনগুলি ও পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের কথাগুলো জেনারেল জ্যাকব তার ‘সারেন্ডার ইন ঢাকা, বার্থ অব এ নেশন’ এবং ‘অ্যান ওডেসি ইন ওয়ার অ্যান্ড পিস’গ্রন্থে লিখে গেছেন।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।