ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রী কল্যাণ সমিতির বিবৃতি

রেলের ভাড়া বৃদ্ধি গণবিরোধী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
রেলের ভাড়া বৃদ্ধি গণবিরোধী

ঢাকা: রেলপথের যাত্রীদের ভাড়া বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। যাত্রী সেবার মান ‘ঠিক রেখে’ গত মঙ্গলবার (১১ জানুয়ারি) রেল মন্ত্রণালয়কে ট্রেনের ভাড়া বাড়ানোর পরামর্শ দিয়েছিলো সংসদীয় কমিটি।



একদিন পরই যাত্রী কল্যাণ সমিতি এ পরামর্শকে ‘গণবিরোধী’ হিসেবে উল্লেখ করেছে।
 
বুধবার (১২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, দীর্ঘ ২০ বছর পর ২০১২ সালে রেল ভাড়ার ভর্তুকি প্রত্যাহার করে সব শ্রেণিতে রেল ভাড়া ৫০ ভাগ বৃদ্ধির মাত্র ৩ বছরের মাথায় আবার ভাড়া বৃদ্ধির প্রস্তাব গণবিরোধী। এ সিদ্ধান্ত প্রত্যাহার করে বিগত ভাড়া বৃদ্ধির সময়ে প্রদত্ত যাত্রী সেবার মান বাড়ানোর অঙ্গীকার বাস্তবায়নের দাবি জানায় সংগঠনটি।
 
সংগঠনের চেয়ারম্যান শরীফ রফিক উজ্জামান ও মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে আরো বলা হয়, রেল দেশের সিংহভাগ নিম্নআয়ের যাত্রী সাধারণের বাহন হিসেবে জাতীয় উন্নয়ন ও অগ্রগতিতে বিশাল ভূমিকা রাখছে। শুধুমাত্র লাভ-ক্ষতির মানদণ্ড বিবেচনা না করে দেশের সাধারণ জনগণের যাতায়াতের সুযোগ-সুবিধার বিষয়টি বিবেচনায় আনার পাশাপাশি যেসব ট্রেন নামমাত্র ফি’তে ইজারা দেওয়া হয়েছে এসব ইজারা বাতিল করে ইজারা ফি বাড়ানোর পরামর্শ দেয় সংগঠনটি।
 
সেইসঙ্গে রেলের ভূমির বাণিজ্যিক ব্যবহার বাড়ানো, সক্ষমতা অনুযায়ী প্রতিটি ট্রেনে বগি সংযোজনের ব্যবস্থা করা, রেলের গতি বাড়ানোর উদ্যোগ নেওয়া, রেল ভূমি ইজারা বা লাইসেন্স ফি দ্বিগুণ করা, রেলের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর সুশাসন নিশ্চিত করা, রেল কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ বন্ধ করা, অপ্রয়োজনীয় যানবাহন ব্যবহার বন্ধ করা গেলে যাত্রী ভাড়া বৃদ্ধি না করেও বাংলাদেশ রেলওয়েকে লাভজনক করা সক্ষম হবে বলে মনে করে সংগঠনটি।
 
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
এডিএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।