ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

সীমান্তে হাজার কিলোমিটার সড়ক নির্মাণের পরিকল্পনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
সীমান্তে হাজার কিলোমিটার সড়ক নির্মাণের পরিকল্পনা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: মাদক চোরাচালান প্রতিরোধে ও টহল ব্যবস্থা আরও জোরদার করতে সারাদেশের সীমান্তে (শূন্যরেখার দেড়শ গজ বাইরে) এক হাজার কিলোমিটার সড়ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তবর্তী সিঙ্গারবিল গ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিওপি ক্যাম্পের নতুন ভবন উদ্বোধনের সময় কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্নেল আমিরুল ইসলাম শিকদার একথা জানান।



এ সময় মাদকপাচার বন্ধ করতে বিজিবি ঘোষিত জিরো টলারেন্স বলবৎ থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে বিওপি ক্যাম্পের নতুন এ ভবন নির্মাণ করা হয়েছে। ভবন উদ্বোধনের সময় ১২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম, সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, ইউপি সদস্য মামুন চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভবন উদ্বোধন শেষে কর্নেল আমিরুল ইসলাম শিকদার সেখানে একটি গাছের চারা রোপণ করেন।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬/আপডেটেড ২১১২ 
আরএ/এসএইচ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।