ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

বর্ষার আগেই ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারের সুপারিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
বর্ষার আগেই ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারের সুপারিশ

ঢাকা: গত বর্ষকালে যেসব রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে তা শুষ্ক মৌসুমের মধ্যেই মেরামতের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আগামী বর্ষার আগেই সব ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারের তাগিদ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির।


 
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
 
কমিটি সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের, এ কে এম এ আউয়াল, নাজমুল হক প্রধান, মো. মনিরুল ইসলাম এবং লুৎফুন নেসা  অংশ নেন।
 
চীন মৈত্রী সেতুর  (বেকুটিয়া) সার্বিক কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে কমিটি সন্তোষ প্রকাশ করেছে। জয়দেবপুর- ময়মনসিংহ মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে বলেও কমিটিকে জানিয়েছে মন্ত্রণালয়।
 
এছাড়া সড়ক ও জনপথ অধিদপ্তরের সিলেট জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পের বাকি কাজ দ্রুত সময়ে সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়।
 
বৈঠকে সেতু বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।