ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

রামপুরায় চারতলা থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
রামপুরায় চারতলা থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

ঢাকা: রাজধানীর রামপুরায় চারতলা ভবন থেকে পড়ে মো. হোসেন (৫২) নামে এক বৃদ্ধ মারা গেছেন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুর ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



এর আগে দুপুর ১টা ৫০মিনিটের দিকে রামপুরা ওয়াবদা রোড আশীষ লেনের ১৬২/৫ বাড়ির চারতলা থেকে নিচে পড়ে যান তিনি।

এ প্রসঙ্গে হোসেনের ছোট ভাই মোশারফ বাংলানিউজকে বলেন, অসুস্থতার কারণে প্রায় দুই বছর আগে সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন হোসেন। ডায়াবেটিসসহ রোগের চিকিৎসা নিচ্ছিলেন হোসেন। দুপুরে চারতলা থেকে পড়ে আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে হোসেন কিভাবে পড়ে গেছেন তা জানাতে পারেননি মোশারফ।

মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক জানান, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এজেডএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।