ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

তারেকের শাশুড়ির বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
তারেকের শাশুড়ির বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

ঢাকা: সম্পদের বিবরণী দাখিল না করার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) এ মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক।

শিগগিরই আদালতে চার্জশিট পেশ করা হবে।

দুদকের উপ-পরিচালক আবদুস ছাত্তার সরকার কমিশনে দাখিলকৃত তদন্ত প্রতিবেদনে চার্জশিটের সুপারিশ করলে কমিশন এর অনুমোদন দেয়।

সূত্র জানায়, যথা সময়ে সম্পদ বিবরণী দাখিল না করায় সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে ২০১৪ সালের ৩০ জানুয়ারি মামলা করেন দুদকের তৎকালীন উপ-পরিচালক আর কে মজুমদার।

রাজধানীর রমনা মডেল থানায় ‘নন-সাবমিশন’ মামলাটি দায়ের করা হয়। পরে মামলার তদন্ত করেন উপ-পরিচালক আব্দুস ছাত্তার সরকার।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, মরহুম রিয়াল এডমিরাল মাহবুব আলী খানের স্ত্রী সৈয়দা ইকবাল মান্দ বানু স্বনামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। সে সম্পর্কে সম্যক অবহিত হয়ে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬ (১) ধারায় সৈয়দা ইকবাল মান্দ বানুকে নিজের ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের অর্জিত যাবতীয় সম্পদের বিবরণী ৭ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে দুদকে দাখিল করতে ২০১১ সালের ২০ অক্টোবর নির্দেশ দেওয়া হয়। বাড়ি নং-৪০, রোড নং-৫, ধানমন্ডি আবাসিক এলাকার ঠিকানায় নোটিশটি পাঠানো হয়।  

২০১২ সালের ২৫ জানুয়ারি সৈয়দা ইকবাল মান্দ বানুর পক্ষে নোটিশ গ্রহণ করেন তত্ত্বাবধায়ক মো. জাকির হোসেন। নোটিশ পাওয়ার পর ৭ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে বলা হলেও নির্ধারিত সময়ে তিনি তা দাখিল করেননি। যা দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এজাহারে বর্ণিত অভিযোগ তদন্তেও প্রমাণিত হওয়ায় দুদক এ মামলা চার্জশিটের সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এডিএ/আরএম

** তারেক ঘনিষ্ঠ হাওয়া ভবনের ফরহাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।