ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

পাবনা কলেজের অধ্যাপক আব্দুল ওহাব আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
পাবনা কলেজের অধ্যাপক আব্দুল ওহাব আর নেই আব্দুল ওহাব

পাবনা: পাবনা কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আব্দুল ওহাব (৫৯) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।



বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে মারা যান তিনি। কিছুদিন ধরে তিনি ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন।

বিকেল ৩টায় নামাজে জানাজা শেষে গাঙ্গাহাটি কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে পাবনা কলেজের অধ্যক্ষ জু হা মো. আতিকুল্লাহ, উপাধ্যক্ষ রাশেদ হোসেন ফারুকসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রীবৃন্দ তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
আরএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।