ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে মাদক বিরোধী মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
মানিকগঞ্জে মাদক বিরোধী মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

মানিকগঞ্জ: মাসব্যাপী মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে “জীবনকে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন” স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।



মাদকাসক্তি তথ্য সহায়তা ও পুনর্বাসন নিবাস (পথ) এ কর্মসূচির আয়োজন করে।

এ সময় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আজিজুল হক, পথের পরিচালক মাহমুদুর রহমান খান মামুন ও উপ-পরিচালক মো. নাছির উদ্দিন এবং সভাপতি কামরুদ্দিন আহমেদ জাকির বক্তব্য রাখেন।

বক্তারা পথসভা থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।