ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

নতুন ব্যবস্থাপনায় খুলনার এজাক্স জুটমিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
নতুন ব্যবস্থাপনায় খুলনার এজাক্স জুটমিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: নতুন ব্যবস্থাপনায় গেছে খুলনার ফুলবাড়ীগেট এলাকার এজাক্স জুটমিল। মিলটির আগের মালিক পক্ষের কাছ থেকে সব দায়িত্ব বুঝে নিয়েছেন সাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ এম এম এ মান্নান তালুকদার।



বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে নতুন ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মো. রেজাউল করীম (পীরসাহেব চরমোনাই)।

এ সময় তিনি বলেন, এজাক্স জুটমিল দেশের সম্পদ। কিছু কুচক্রী লোভী মানুষের হীনস্বার্থ হাসিলের কারণে এক সময়ের ঐতিহ্যবাহী মিলটি ধ্বংসের দ্বারপ্রান্তে। মিলটিকে কেন্দ্র করে একটি পক্ষ সম্পদের পাহাড় গড়েছে। অন্যদিকে সাধারণ শ্রমিকরা ঋণের দায়ে জর্জরিত হয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে।

মিলের নতুন ব্যবস্থাপনা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসলামী নীতি ও আদর্শ অনুসরণ ছাড়া শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় হয় না। সবার আগে শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে হবে। যথা সময়ে তাদের মজুরি পরিশোধ করতে হবে। ইসলামের তাগিদ- শ্রমিক ও মালিকের সম্পর্ক হবে ভাইয়ের মতো। নতুন ব্যবস্থাপনা পরিষদ তাদের সততা ও নিষ্ঠার মাধ্যমে মিলটির হারানো গৌরব ফিরিয়ে আনবে বলে আশা করি।

অনুষ্ঠানের সভাপতি সাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ এম এম এ মান্নান তালুকদার বলেন, লাভজনক এ মিলটিকে কুচক্রী মহল ঋণের ভারে জর্জরিত করে রেখে গেছে। বিভিন্ন খাতে বর্তমানে মিলটির দেনা রয়েছে শত কোটি টাকার ওপরে। কেবল সোনালী ব্যাংকেরই পাওনা রয়েছে ৭৪ কোটি টাকা। সব পাওনা পরিশোধ করার পরেই মিলটি উৎপাদনে যাবে এবং এ মাস থেকেই সমস্ত বকেয়া পরিশোধ শুরু হবে। শিগগিরই মিলটিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সবার সহযোগিতা কামনা করছি।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়া উদ্দিন, নিউ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মাওলানা আনিসুর রহমান, পরিচালক (উন্নয়ন) অধ্যক্ষ হজরত মাওলানা মো. রুহুল আমিন, উপদেষ্টা মাওলানা মুজাম্মিল হক, অর্থনীতিবিদ ড. তুহিন রেজা।

আরও বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ও খুলনা জেলা সভাপতি আলহাজ ডা. মাওলানা মোখতার হুসাইন, ২ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মো. শাকিল আহমেদ, এজাক্স জুটমিল সিবিএ সভাপতি তৈয়েবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শেষে মিল ও শ্রমিকদের উন্নতি কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
এমআরএম/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।