ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে টিআইবি-সনাকের অ্যালাক কার্যক্রমের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
মাদারীপুরে টিআইবি-সনাকের অ্যালাক কার্যক্রমের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাদারীপুর: বিনামূল্যে আইনি পরামর্শ দেওয়ার লক্ষ্যে ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটির (সনাক) যৌথ উদ্যোগে অ্যাডভোকেসি অ্যান্ড লিগ্যাল সেন্টার ‘অ্যালাক’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে মাদারীপুর লিগাল এইড ট্রেনিং সেন্টারে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওবাইয়দুর রহমান খান।


অ্যালাক বাস্তবায়নে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম মাদারীপুর জেলায় শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সনাকের সভাপতি খান মো. শহীদ।
 
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অ্যালাক উপ-কমিটির আহ্বায়ক সাংবাদিক এম আর মর্তুজা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক একেএম আহসানুল হক টুকু, মাদারীপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক শাহজাহান খান ও ব্র্যাক প্রতিনিধি ফজলুল হক।

এ সময় অ্যালাকের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, টিআইবির সিনিয়র প্রোগ্রাম কর্মকর্তা ফজিলা খানম, সনাক সদস্য মমতাজ হক, শাহাদাত হোসেন লিটন, সাংবাদিক রিপন চন্দ্র মল্লিক, সাগর হোসেন তামিম ও আঞ্জুমান জুলিয়া প্রমুখ।

পরে অ্যালাক বাস্তবায়নে পাঁচ সদস্যের একটি আইনজীবী প্যানেলের নাম ঘোষণা করা হয়। সভায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।