ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে আসামি পলায়নের ঘটনায় দুই পুলিশ প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
লক্ষ্মীপুরে আসামি পলায়নের ঘটনায় দুই পুলিশ প্রত্যাহার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর আদালত থেকে অস্ত্রসহ একাধিক মামলার আসামি আতিকুর রহমান আজাদ পালিয়ে যাওয়ার ঘটনায় এক সহকারী উপ পরিদর্শকসহ (এএসআই) দুই পুলিশকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার নাসিম মিয়া।



প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন সহকারী উপ পরিদর্শক (এএসআই) নুর উদ্দিন ও পুলিশ কনস্টেবল নুরুল আহসান। তাদেরকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে লক্ষ্মীপুর জজ কোর্ট ভবন থেকে আসামি আতিকুর রহমান আজাদ পালিয়ে যায়।

তিনি মান্দারী ইউনিয়ের গন্ধব্যপুর এলাকার বাসিন্দা। গত বছরের ২৭ আগস্ট থেকে আসামি আতিকুর রহমান লক্ষ্মীপুর কারাগারে ছিলেন।

সূত্র জানায়, সকালে ওই আসামিকে কারাগার থেকে আদালতে  হাজির করা হয়। দুপুরে জজ কোর্টে নিলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি কৌশলে পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।