ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে যাকাত ফাউন্ডেশন অব অ্যামেরিকার শীতবস্ত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
পঞ্চগড়ে যাকাত ফাউন্ডেশন অব অ্যামেরিকার শীতবস্ত্র বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়: পঞ্চগড়ের দুইশ’ গরিব ও দুস্থ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল ও চাদর) বিতরণ করেছে যাকাত ফাউন্ডেশন অব অ্যামেরিকার বাংলাদেশ ইউনিট।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে জেলা শহরের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।



শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ সচিব সারোয়ার মাহমুদ। এ সময় অন্যান্যের মধ্যে সমাজকর্মী কনক ও মোস্তফা কামাল মিলনসহ যাকাত ফাউন্ডেশন অব অ্যামেরিকার বাংলাদেশ ইউনিটের কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর এলাকার দুইশ’ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।