ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

দুদকের গণশুনানি

সরাসরি ভোগান্তির কথা শুনবেন গণপূর্তমন্ত্রী ও রাজউক চেয়ারম্যান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
সরাসরি ভোগান্তির কথা শুনবেন গণপূর্তমন্ত্রী ও রাজউক চেয়ারম্যান

ঢাকা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে (রাজউক) কাজ করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা হয়েছে? রাজউক অফিসে প্লটের অর্থ জমা দেওয়া স্বত্তেও প্লটের দখল পেতে হয়রানি, অনিয়ম বা দুর্নীতির শিকার?

ভূমির ছাড়পত্র বা নকশা অনুমোদনে হয়রানির শিকার হলে, ক্রয়সূত্রে বা উত্তরাধিকার সূত্রে মালিকানা হস্তান্তর বা নামজারির ক্ষেত্রে হয়রানি বা কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা ভোগান্তির শিকার যারা হয়েছেন এবার তারা গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং রাজউক চেয়ারম্যানের সামনেই কথা বলার সুযোগ পাচ্ছেন। মিলতে পারে সমাধানও।



আগামী ২৭ জানুয়ারি সকাল ১০টায় রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে জাপানভিত্তিক সাহায্য সংস্থার (জাইকা) সহযোগিতায় ভুক্তভোগীদের জন্য এমন আয়োজনের সুযোগ করে দিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুদকের ঢাকা-২ কার্যালয়ে সাংবাদিকদের এমনটাই জানালেন সংস্থাটির পরিচালক নাসিম আনোয়ার।

তিনি বলেন, ইতোমধ্যে দুদকের এ আয়োজনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উপস্থিত থাকার বিষয়ে সম্মতি হয়েছেন। উপস্থিত থাকবেন রাজউজ চেয়ারম্যান জি এম জয়নাল আবেদিন ভুইয়াও।

নাসিম আনোয়ার বলেন, ভুক্তভোগীরা তুলে ধরবেন রাজউকে তাদের দুর্ভোগের কথা।

ন্যায়সঙ্গত অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজউক কর্মকর্তারা দেবেন তাৎক্ষণিক সামাধান।

দুদক সূত্র জানায়, দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে দুদক সরকারি সেবা দফতরগুলোর ওপর পর্যায়ক্রমে গণশুনানির আয়োজন করছে। এ প্রক্রিয়ায় গত এক বছরে ময়মনসিংহের মুক্তাগাছা, ঢাকার সাভার, কক্সবাজার ও ঢাকা সদরে গণশুনানি করা হয়। এসব শুনানিতে ভুক্তভোগীরা তাদের অভিযোগ পেশ করেন। উপস্থিত সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা অভিযোগ অনুসারে সমাধান বাতলে দেন। কোনোটিতে দের সমাধানের প্রতিশ্রুতি।

ধারাবাহিক এ কর্মসূচির অংশ হিসেবে সর্বশেষ গত বছরের ১০ ডিসেম্বর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গণশুনানি করে দুদক। এতে ঢাকার তেজগাঁও, কোতোয়ালি ও গুলশান জোনের এসি (ল্যান্ড) ও সাব-রেজিস্ট্রাররা উপস্থিত ছিলেন। ভুক্তভোগীরা তাদের প্রশ্ন তুলে ধরেন। ঢাকা জেলা প্রশাসকের সঞ্চালনায় সমাধানের তাৎক্ষণিক সমাধান দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সাধারণ মানুষের মাঝে প্রশংসিত হয় দুদকের এ কার্যক্রম।

এ প্রেক্ষাপটে দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান ওইদিনই সরকারি সেবামূলক অন্য দফতরের বিষয়ে গণশুনানি কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন। এরই পরিপ্রেক্ষিতে কমিশন আগামী ২৭ জানুয়ারি রাজউকের বিষয়ে গণশুনানির দিন ধার্য করে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এডিএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।