ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে জাল টাকাসহ আটক ২

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
বরিশালে জাল টাকাসহ আটক ২

বরিশাল: বরিশাল থেকে জাল টাকাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাতে নগরীর লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।



আটকরা হলেন, রাজাপুর উপজেলার বড়ইয়া গ্রামের আফজাল হাওলাদারের ছেলে সরোয়ার হোসেন (২০) ও বরিশাল নগরীর রুপাতলী মাহমুদিয়া মাদ্রাসা এলাকার আমজেদ হাওলাদারের ছেলে আরিফ হাওলাদার (১৯)।

নগরীর নানী বুড়ি পুলিশের ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক (এটি- এএসআই) মো. নাঈম বাংলানিউজকে জানান, খবর পেয়ে লঞ্চঘাট এলাকার একটি খাবারের দোকান থেকে তাদের আটক করা হয়।

এসআই বলেন, তারা খাওয়া-দাওয়া শেষে ক্যাশ কাউন্টারে জাল নোট দেন। পরে তাদের কাছ থেকে ৫০০ টাকার ২৬ টি ও ১ হাজার টাকার ১টি জাল নোট উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময় : ২৩৫০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।