ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

গণ বিশ্ববিদ্যালয়ে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
গণ বিশ্ববিদ্যালয়ে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক দোকান এ উৎসবে অংশ নেয়।

উৎসবে গ্রাম-বাংলার বিভিন্ন ধরনের পিঠা প্রদর্শিত ও বিক্রয় হয়। উৎসবে উল্লেখযোগ্য পিঠার মধ্যে চিতইপিঠা, ভাঁপাপিঠা, চৈপিঠা, পোয়াপিঠা, পাকনপিঠা, পাটিসাপ্টাপিঠা, গোলাপপিঠা, নকশিপিঠা, ঘরকন্যাপিঠা, করিপিঠা, কুটুমপিঠা, মিষ্টিবড়া, লবঙ্গপিঠা, খেঁজুরপিঠা,হাতকুলিপিঠা, রসে ভিজাপিঠা, ঝিনুক, শঙ্খরসের নকশিবিলাস ডিমপিঠাসহ বিভিন্ন পিঠার আয়োজন করা হয়।

ছাত্র সংসদ ও সাংবাদিক সমিতিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের সহযোগিতায় এ উৎসবের আয়োজন করা হয়। শীতের সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত পিঠার দোকানগুলো নানা সাজে সজ্জিত হয়ে উঠে।

শিক্ষার্থীদের ব্যাপক আনন্দ ও উৎসাহে অনুষ্ঠানস্থল কোলাহলমুখর হয়ে ওঠে। সন্ধ্যা পিঠা উৎসব শেষে মনোজ্ঞ বাউল গানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও ক্যাম্পাসের আশেপাশের সাধারণ মানুষ এ উৎসব উপভোগ করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডীন ড. হাসিন অনুপমা আজহারী, পরীক্ষা নিয়ন্ত্রক মুর্ত্তজা আলীসহ বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকগণ দোকানগুলো পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।