ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

পরিচয় পেশের অপেক্ষায় দুই কূটনীতিক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
পরিচয় পেশের অপেক্ষায় দুই কূটনীতিক অ্যালিসন ব্লেক ও হর্ষ বর্ধন শ্রিংলা

ঢাকা: ঢাকায় পৌঁছেই রাষ্ট্রপতি মো. অাবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশের সময় চেয়েছেন নব নিযুক্ত ভারত ও ব্রিটিশ সরকার মনোনীত দুই দূত।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ঢাকায় পা রাখার দু’ঘণ্টা পরেই দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান ভারতের দূত হর্ষ বর্ধন শ্রিংলা।

দিনের শুরুতেই সেখানে যান ব্রিটিশ হাইকমিশনারের দায়িত্ব নিয়ে ঢাকায় অাসা অ্যালিসন ব্লেক।

তারা উভয়েই রাষ্ট্রাচার প্রধান আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করে রাষ্ট্রপতির কাছে সময় অাবেদন করেন। এসময় তারা দুজনেই বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু করতে আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে ঢাকায় মিশন প্রধানের দায়িত্ব পেয়ে উচ্ছ্বাসিত অ্যালিসন ব্লেক বৃটেনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ ও ব্যাপক সহযোগিতামূলক সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বুধবার ঢাকায় অাসেন এই ব্রিটিশ কূটনীতিক।

এদিকে বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হর্ষ বর্ধন শ্রিংলা।

পঙ্কজ শরণের স্থলাভিষিক্ত হওয়া এ কূটনীতিক  সাংবাদিকদের বলেন, দুই দেশের নেতাদের মধ্যে যে চুক্তিগুলো হয়েছে তা বাস্তবায়নের ওপর জোর দেওয়া হবে।   বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো গভীর ও শক্তিশালী করাই হচ্ছে আমার লক্ষ্য।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শ্রিংলা বলেন, উভয় দেশের নেতারা এরই মধ্যে অনেক নিবিড় ও উজ্জ্বল সিদ্ধান্ত নিয়েছেন। এগুলো খুব দ্রুত বাস্তবায়ন করতে হবে। সুতরাং আমাদের জন্য সিদ্ধান্তগুলোর একত্রীকরণ ও বাস্তবায়ন শুরু করা গুরুত্বপূর্ণ। আমি মনে করি, এটিই হচ্ছে প্রথম কাজ।

বাংলাদেশ: ০৪১৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
জেপি/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।