ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটের শেরপুরে মাছের মেলা

রিপোর্ট: নাসির উদ্দিন, ছবি: আবু বকর সিদ্দিকী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
সিলেটের শেরপুরে মাছের মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: প্রতি বছর শীত মৌসুমে সিলেটে কুশিয়ারা নদী সংলগ্ন শেরপুরে বসে মাছের মেলা। প্রতি বছরের ন্যায় এবারও বুধবার (১৩ জানুয়ারি) থেকে শুরু হয় এ মেলা শেষ হয় বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) গভীররাতে।

সরেজমিন বাংলানিউজের ক্যামেরায় উঠে এসেছে মাছ মেলার বিভিন্ন দৃশ্য।  

ধানের জমিতে আয়োজিত মেলায় মাছের আড়তের জন্য সারিবদ্ধ শতাধিক স্টল বেধে রেখেছেন আয়োজকরা।

যেখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হরেক রকমের মাছ নিয়ে আসেন ব্যবসায়ীরা। ট্রাকে করে আনা মাছ নামাচ্ছেন পাইকাররা।

মাছ জীবিত অবস্থায় নিয়ে আসতে ব্যবসায়ীদের ব্যতিক্রমী চেষ্টা। তাই অক্সিজেন দিয়ে মেলা প্রাঙ্গনে আনা হয়েছে মাছের চালান।

মেলায় নিয়ে আসা মাছ উঠেছে নিলামে। দরকষাকষি শেষ। এবার টাকা বুঝে নিচ্ছেন এক পাইকার।  

বিক্রির জন্য মিটাপানির আইড় বহন করে নিচ্ছেন এক বিক্রেতা কিশোর। মেলায় ওঠেছে বাঘ আইড়, বোয়াল, চিতল, কাঁতলা, গলদা চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ। দেখতে-কিনতে ক্রেতারাও ভিড় জমাচ্ছেন।  

মেলায় ওঠেছে পদ্মার ইলিশ। প্রতিকেজি ইলিশের দাম হাজার টাকা করে চাচ্ছেন বিক্রেতা।  

মেলার প্রধান আকর্ষণ বাঘা আইড় মাছ। আর এই বাঘা আইড় মাছ দেখতে মানুষের ভিড়।

মূলত; মাছের মেলা বসে সন্ধ্যার পর। তাই সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে মেলা প্রাঙ্গনে মানুষের ভিড় বাড়তে শুরু করে।

মাছের মেলাকে ঘিরে আশপাশে বিভিন্ন পসরা নিয়ে বসেন ক্ষুদে ব্যবসায়ীরা।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৫,২০১৬
এনইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।