ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে পর্যটককে ছুরিকাঘাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
কক্সবাজারে পর্যটককে ছুরিকাঘাত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: কক্সবাজার শহরের বালিকা মাদ্রাসা সড়কে মো. সাকিব (১৯) নামের এক পর্যটককে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



বৃহস্পতিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। আহত যুবক চট্টগ্রামের টেকনিক্যাল কলেজ এলাকার আব্দুল মতিনের ছেলে।

সাকিবের অভিভাবকের দেওয়া তথ্যে জানা যায়, সাকিবরা প্রায় ৪০ জন কক্সবাজার এসেছেন বিএমর এক  প্রশিক্ষণে। সাকিব সন্ধ্যায় ঘুরতে বের হলে ছিনতাইয়ের কবলে পড়েন।

কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক এসবি শর্মা বাংলানিউজকে জানান, সাকিবের গলায়, পেটে ও বুকে ৭ টি ছুরির চিহ্ন রয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি আসলাম হোসেন বাংলানিউজকে জানান, ছিনতাইকারীদের ধরতে পুলিশ অভিযান চলছে ।  

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
টিটি/এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।