ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

মেধাবীদের আকৃষ্ট করতে পদক্ষেপ নিতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
মেধাবীদের আকৃষ্ট করতে পদক্ষেপ নিতে হবে ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের উন্নয়নে দক্ষ ও পেশাদার আমলা সৃষ্টিতে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে মেধাবী ও যোগ্যদের আকৃষ্ট করতে পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

শুক্রবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ে কর্মকর্তাদের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন প্রতিমন্ত্রী।



সার্কভুক্ত ৮টি দেশের পিএসসি/সিএসসি কর্মকর্তাদের নিয়ে ‘চ্যালেঞ্জ ইন দ্য এক্সজামিনেশন প্রোসেস ফর রিক্রুটমেন্ট অব সিভিল সার্ভেন্ট’ শীর্ষক দুই দিনব্যাপী (১৫-১৬ জানুয়ারি) কর্মশালার আয়োজন করা হয়।

শাহরিয়ার আলম বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর উন্নয়নে দক্ষ ও পেশাদার আমলা প্রয়োজন। কিভাবে মেধাবীদের এতে আকৃষ্ট করা যায় সেজন্য ভাবতে ও পদক্ষেপ নিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ বলেন, আমাদের দেশের পরীক্ষা পদ্ধতি দীর্ঘ মেয়াদী। এতে পরীক্ষার্থীদের অনেক সময় নষ্ট হয়। কিভাবে স্বল্প মেয়াদী করা যায় তা দেখতে হবে।

পিএসসিতে মেধাবীদের আগ্রহী করে তুলতে আরও বেশি সুযোগ-সুবিধা দেওয়া প্রয়োজন বলেও জানান তিনি।

কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ইকরাম আহমেদ।

কর্মশালায় সার্কভুক্ত দেশের সিভিল সার্ভিস নিয়োগ পরীক্ষায় চ্যালেঞ্জসমূহ মোকাবেলার নিমিত্তে এ কর্মশালার আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এসইউজে/আরইউ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।