ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে বাংলানিউজের কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
ঝিনাইদহে বাংলানিউজের কম্বল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহে বাংলানিউজের উদ্যোগে শীতার্ত ও দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে

শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে কম্বল বিতরণের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আজাদ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, সহ সভাপতি আমিনুল ইসলাম লিটন, সহ সাধারণ সম্পাদক এম রবিউল ইসলাম রবি, সাবেক সভাপতি এম সাইফুল মাবুদ, সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জোয়ার্দ্দার, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক ফয়সাল আহমেদ, পিন্টু লাল দত্ত, অংকুর নাট্য একাডেমির নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন জুলিয়াস প্রমুখ।



মাঘ মাসের তীব্র শীতে একটি কম্বল পেয়ে খুশি হয়েছেন অনেকেই। অনেকেই বাংলানিউজের প্রতি তাদের কৃতজ্ঞতা জানান।

দুস্থ ও শীতার্তদের সহায়তা করতে বাংলানিউজ সোশ্যাল সার্ভিস (বিএনএসএস) ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও নিজস্ব তহবিল থেকে শীতবস্ত্র সংগ্রহ করছে।

সংগৃহীত শীতবস্ত্রগুলো রাজধানীসহ ফরিদপুর, ঝিনাইদহ, রংপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ ( বন্যা কবলিত এবং বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলো) সহ দিনাজপুর ও পঞ্চগড়ে বিশেষ করে বিধবা নারী, শিশু, বৃদ্ধ ও সমাজের অবহেলিত হিজড়াদের (তৃতীয় লিঙ্গ) মধ্যে পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে।

এই শীতে বিএনএসএসের সঙ্গে দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে চাইলে যোগাযোগ করুন: বিএনএসএস এর আহ্বায়ক শারমীনা ইসলাম, ফোন: ০১৭৩০২৬১০৮৪ বা ই-মেইল: [email protected]

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।