ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

শতবর্ষে রায়পুর এল এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
শতবর্ষে রায়পুর এল এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলার ঐতিহ্যবাহী রায়পুর এল এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ জানুয়ারি) দিনব্যাপী এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে এক্স-স্টুডেন্ট ফোরামের উদ্যোগে শতবর্ষ তোরণ উদ্বোধন, প্রাক্তন প্রধান শিক্ষক আলী আজগর স্মৃতিভবনের নামফলক উন্মোচন, শিক্ষক সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. জিল্লুর রহমান চৌধুরী।

বিদ্যালয়ের এক্স-স্টুডেন্ট ফোরামের সভাপতি মো. শাহ আলম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হারুন রশীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন রায়পুর পৌরসভার মেয়র এ বিএম জিলানী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদ, রায়পুর থানার ওসি লোকমান হোসেন ও এক্স স্টুডেন্ট ফোরামের প্রধান উপদেষ্টা রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্রছাত্রীদের ভালো ফলাফল করলে চলবে না, ভালো মানুষ হিসেবেও সমাজে গড়ে উঠতে হবে। শিক্ষার মান্নোয়নের জন্য শিক্ষকদের আরও আন্তরিক হতে হবে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।