ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

সরাইলে বন্দুকসহ ২ ডাকাত আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
সরাইলে বন্দুকসহ ২ ডাকাত আটক ছবি: প্রতীকী

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই নৌ-ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় বাসিন্দারা।
 
শুক্রবার (১৫ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে উপজেলার মেঘনা নদী তীরবর্তী অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

 
 
খবর পেয়ে স্থানীয় অরুয়াইল পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের আটক করে ফাঁড়িতে নিয়ে আসে।
 
আটক ব্যক্তিরা হলেন- কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মানিকদী এলাকার শাহিন কাদির (২৮) ও একই এলাকার জহির মিয়া (২৫)।
 
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আব্দুল হক বাংলানিউজকে বলেন, আটক ডাকাতদের কাছ থেকে একটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
 
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।