ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিকদের ঝুঁকিভাতা প্রয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
সাংবাদিকদের ঝুঁকিভাতা প্রয়োজন ছবি: শাকিল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাংবাদিকদের জন্য ঝুঁকিভাতা ও কল্যাণ তহবিলের প্রয়োজন বলে মনে করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।



জয়যাত্রা ফাউন্ডেশনের আয়োজনে ও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

মন্ত্রী বলেন, সাংবাদিকতা, বিশেষ করে ফটো সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে ছবি তুলে থাকেন। বিভিন্ন আন্দোলনের মধ্য ছবি তুলতে গিয়ে কখনো তারা আহত হন। আবার কখনো পুলিশের দ্বারাও বিভিন্ন সময় আহত হয়ে থাকেন।

তিনি বলেন, ফটো সাংবাদিকদের কিছু দাবি আছে, আমি মনে করি তাদের জন্য ঝুঁকি ভাতা ও কল্যাণ তহবিলের প্রয়োজন আছে। যেসব হাউজ মিডিয়া চালাচ্ছেন তাদেরকে সাংবাদিকদের এসব দাবি সম্পর্কে বিবেচনা করতে আহ্বান জানান মন্ত্রী।

শীতবস্ত্র বিতরণে জয়যাত্রা ফাউন্ডেশন এগিয়ে আসায় প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের ধন্যবাদ জানান তিনি।

ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়যাত্রা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর।

এছাড়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মীর আহমেদ মিরু, সিনিয়র ফটো সাংবাদিক রফিকুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
টিএইচ/জেডএস

** নিহত সাংবাদিকদের শ্বেতপত্র প্রকাশ করবে সরকার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।