ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

২০ জানুয়ারি পাকিস্তান হাইকমিশন ঘেরাও করবে গণজাগরণ মঞ্চ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
২০ জানুয়ারি পাকিস্তান হাইকমিশন ঘেরাও করবে গণজাগরণ মঞ্চ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২০ জানুয়ারি (বুধবার) বিকেল ৩টায় পাকিস্তানি হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ।

শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ থেকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এ ঘোষণা দেন।



পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত কূটনীতিক মৌসুমী রহমানকে বহিষ্কার করায় পাকিস্তানের বিরুদ্ধে সরকারের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করায় এ প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।

ইমরান সরকার বলেন, এ ঘটনার প্রেক্ষিতে আমরা এরই মধ্যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে সরকারকে অনুরোধ করেছি।

তিনি বলেন, পাকিস্তানের সাধারণ জনগণের প্রতি আমাদের কোন ক্ষোভ নেই। কিন্তু যতক্ষণ পর্যন্ত পাকিস্তান নামক রাষ্ট্র একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত পাকিস্তানের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলাবে না।

আমরা এর আগে সরকারকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। কিন্তু সরকার পাকিস্তানের বিরুদ্ধে এখনো কোন ব্যবস্থা নেয়নি। সরকার কেন পাকিস্তানের বিরুদ্ধে নতজানু, এ প্রশ্ন করেন তিনি।

সমাবেশে লেখক মারুফ রাসেল, শিশু সংগঠক তাহমিন সুলতানা সাথী, ভাস্কর রাসা প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে শাহবাগ থেকে একটি মশাল মিছিল টিএসসি ঘুরে জাতীয় জাদুঘরের সামনে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এফবি/আরইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।