ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

ইয়াবা আত্মহত্যার প্রবণতা তৈরি করে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
ইয়াবা আত্মহত্যার প্রবণতা তৈরি করে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক আমির হোসেন বলেছেন, বাংলাদেশে প্রতিদিন ৩০ লাখ ইয়াবা সেবন করছে যুবকরা। আর এ ইয়াবা সেবনের কারণে আত্মহত্যার প্রবণতা বাড়ছে।



শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার একুশে স্কুল মাঠে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে মাদকবিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মাদক ব্যবসায়ীরা অপপ্রচার চালাচ্ছে ইয়াবা সেবন করে রাত জেগে পড়া যায়, স্বাস্থ্য নিয়ন্ত্রণে থাকে। এসব অপ্রচারের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষ মাদক বিরোধী আন্দোলন গড়ে তুলতে হবে। সামাজিক এ ব্যাধি দূর করতে রাজনৈতিক দলগুলোর প্রভাবমুক্ত সহযোগিতা প্রয়োজন। তাহলেই আমরা স্বপ্নের সোনার বাংলা গড়তে পারবো।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) ও একুশে গালর্স স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি নাজমুল আহসান মজুমদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, সহকারী পুলিশ সুপার আব্দুল হানিফ, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মুর্শিদুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।