ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

সূত্রাপুরে পুলিশি অভিযানে অস্ত্র উদ্ধার, গুলিবিদ্ধ ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
সূত্রাপুরে পুলিশি অভিযানে অস্ত্র উদ্ধার, গুলিবিদ্ধ ১ ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর পুরান ঢাকায় অভিযান চালিয়ে অজয় শীল (২৭) নামে এক সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এ সময় তার বাম পায়ের উরুতে গুলি লাগে।



শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

এ প্রসঙ্গে সূত্রপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, সূত্রাপুর পাতলা খান লেনের একটি বাড়ির ছাদে অস্ত্রসহ সন্ত্রাসীরা অপেক্ষা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা রাস্তায় নেমে এসে পুলিশ ভ্যান লক্ষ্য করে গুলি চালালে, আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় চারজন পালিয়ে যায় এবং এক যুবক গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও বলেন, ওই যুবকের কাছে থেকে একটি পিস্তল এবং কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এজেডএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।