ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত ৭ ছবি: প্রতীকী

খাগড়াছড়ি: খাগড়াছড়ির ভাই-বোনছড়ার মারমা সংসদ এলাকায় মাহেন্দ্র ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার ভাই-বোনছড়ার মারমা সংসদ এলাকায় এ ঘটনা ঘটে।



আহতরা হলেন, পানছড়ি মোহাম্মদপুর গ্রামের নাসির, ভাই-বোনছড়ার হারুণের ছেলে আলমগীর, পানছড়ি তালুকদার পাড়ার পার্থ সাহা, তার স্ত্রী জোৎস্না সাহা, একই গ্রামের বাবলু সাহার ছেলে দ্রুব সাহা, অন্তু সাহার মেয়ে পুতুল সাহা এবং উল্টাছড়ি বজলুর রহমান।

ঘটনার পরপর স্থানীয়রা আহতের উদ্ধার করে প্রথমে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়।

পানছড়ি থানার উপ পরিদর্শক (এসআই) আবদুল্লা আল মোমেন জানান, অদক্ষ চালক এবং তাদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।