ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে সরকারি গাছ কাটার অভিযোগে আটক ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
কমলনগরে সরকারি গাছ কাটার অভিযোগে আটক ৭ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে চর মার্টিন ইউনিয়নের বলিরপুল-শান্তির হাট সড়কের দু’পাশের সরকারি গাছ কেটে নেওয়ার সময় ৭ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে ঘটনাস্থল থেকে পুলিশ তাদের হাতেনাতে আটক করে।



স্থানীয়রা জানায়, রাস্তার দু’পাশের সরকারি গাছ কেটে নেওয়ার সময় ৭ শ্রমিককে আটক করে পুলিশ। তবে, ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই একটি কড়ই ও একটি আকাশ মনি গাছ কেটে ফেলা হয়। এসময় আরও একটি কড়ই গাছের অর্ধেক কাটা হয়।

হাজিরহাট পুলিশ তদন্তকেন্দ্রর সহাকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল মজিদ বাংলানিউজকে জানোন, গোপনে সংবাদের ভিত্তিতে ৭ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে বনবিভাগ লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কমলনগর উপজেলা বন কর্মকতা আবদুল হামিদ খাঁন বাংলানিউজকে জানান, এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।