ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

রাব্বী ও বিকাশকে নির্যাতনের অভিযোগে তদন্ত কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
রাব্বী ও বিকাশকে নির্যাতনের অভিযোগে তদন্ত কমিটি গঠন

ঢাকা: বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বী (২৭) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতা পরিদর্শক বিকাশ চন্দ্র দাসকে (৪৫) নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দফতর।

শুক্রবার (১৫ জানুয়ারি) রাতে পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।



পুলিশের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদকে প্রধান করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।

এআইজি নজরুল ইসলাম বলেন, দু’টি ঘটনায় নির্যাতনের যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খুব শিগগিরই এই কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করবে।

শুক্রবার (১৫ জানুয়ারি) ভোর ৫টার দিকে যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ খালপাড় এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা পরিদর্শক বিকাশ চন্দ্র দাসকে যাত্রাবাড়ী থানা পুলিশ পিটিয়েছে বলে অভিযোগ উঠে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে, গত ২ জানুয়ারি রাত ১১টার দিকে গোলাম রাব্বী মোহাম্মদপুরে খালার বাসা থেকে কল্যাণপুর নিজের বাসায় যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে এক পুলিশ সদস্য তার শার্টের কলার ধরে বলেন, ‘তোর কাছে ইয়াবা আছে। ’  তিনি অস্বীকার করলে এসআই মাসুদসহ অন্য পুলিশ সদস্যরা তাকে নিয়ে টানাহেঁচড়া শুরু করেন। একপর্যায়ে তাকে জোর করে পুলিশের ভ্যানে তোলা হয়। মোটা অঙ্কের টাকা দাবি করে রাব্বীকে নিযার্তনও করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এনএন/টিআই

** পুলিশের বিরুদ্ধে ডিএসসিসি পরিদর্শককে পেট‍ানোর অভিযোগ
** ডিএসসিসি পরিদর্শককে পেট‍ানোর অভিযোগে তদন্ত কমিটি গঠন






 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।