ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

বিভিন্ন সড়কে ইজতেমা ফেরত মুসল্লিদের ভিড়

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
বিভিন্ন সড়কে ইজতেমা ফেরত মুসল্লিদের ভিড় ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে মুসল্লিরা ঘরে ফিরতে শুরু করেছেন। এতে টঙ্গী ইজতেমা প্রাঙ্গণ থেকে চারদিকের বিভিন্ন সড়কে মানুষের প্রচণ্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে।



রোববার (১৭ জানুয়ারি) বেলা ১১টা ৩৩ মিনিটে ২৮ মিনিট স্থায়ী মোনাজাত শেষে মুসল্লিদের ঘরে ফেরা তাগিদ লক্ষ্য করা যায়।

এ সময় মুসল্লিদের বিভিন্নভাবে ঘরে ফিরতে দেখা যায়। তারা ভ্যান, রিকশা, অটোরিকশা, পিকআপ, ট্রাক ও বাস যোগে ঘরে ফিরছেন। তবে পর্যাপ্ত যানবাহন না থাকায় বেশির ভাগ মানুষকে পায়ে হেঁটে ঘরে ফিরতে দেখা যাচ্ছে।

মুসল্লিদের আখেরি মোনাজাতের অংশগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক।

এদিকে, মোনাজাত উপলক্ষে মুসল্লিদের সুবিধার্থে শনিবার বিকেল থেকেই ওই এলাকায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রোববার সন্ধ্যা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

এবারের বিশ্ব ইজতেমায় উল্লেখযোগ্য দিক নিরাপত্তা ব্যবস্থা। প্রায় ৬ হাজার র‌্যাব ও পোশাকধারী পুলিশের পাশপাশি রয়েছেন সাদা পোশাকে কয়েক হাজার গোয়েন্দা সদস্য। আকাশ ও নৌপথেও আছে র‌্যাবের সতর্ক নজর।

বাংলাদেশ সময় : ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এজেএস/আরএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।