ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

বিশ্ব ইজতেমা

ভোগান্তিতে ঘরে ফিরছেন মুসল্লিরা

মো. রাজীব সরকার, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
ভোগান্তিতে ঘরে ফিরছেন মুসল্লিরা ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে ধর্মপ্রাণ মুসল্লিরা যেভাবে এসেছিলেন, তেমনি বাড়ি ফেরার তাড়া নিয়ে ভিড় করছেন লঞ্চ, বাস টার্মিনাল, ট্রেন স্টেশনগুলোতে।

রোববার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে আখেরি মোনাজত শেষে রাস্তায় যানবাহন না পেয়ে তাই ভোগান্তি সহ্য করে তারা ঘরে ফিরছেন।



মহান আল্লাহর কাছে প্রার্থনা করার পর তাদের সঙ্গে থাকা প্রয়োজনীয় ব্যাগ-গাট্টি কাঁধে ও মাথায় নিয়ে রওয়ানা দিয়েছেন বাড়ির উদ্দেশে। যানবাহন না পেয়ে ইজতেমা প্রাঙ্গণ থেকে বেশির ভাগ মুসল্লি হেঁটেই ছুটছেন গন্তব্যে।

ইজতেমায় আসা মুসল্লি রমজানুল ইসলাম বাংলানিউজকে জানান, গাড়ির অপেক্ষায় মালপত্র নিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। মানুষের ভিড় কমলে বাড়ি ফিরবো। কিছু দূর পায়ে হেঁটে এসেছি। এখান আর পারছি না। তাই গাড়ির জন্য অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই।

মুসল্লি আফাজ উদ্দিন জানান, বাস, ট্রেন, লঞ্চ বা যে কোন পরিবহনে বাড়ি যেতে হবে। সেই অপেক্ষাতেই আছেন তিনি।

এ সময় মুসল্লিদের বিভিন্নভাবে ঘরে ফিরতে দেখা যায়। তারা ভ্যান, রিকশা, অটোরিকশা, পিকআপ, ট্রাক ও বাস যোগে ঘরে ফিরছেন। তবে সড়কে যানবাহন সংকট থাকায় বেশির ভাগ মানুষকে পায়ে হেঁটে ঘরে ফিরতে দেখা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘন্টা, জানুয়ারি ১৭, ২০১৬
আরএস/টিআই

** বিভিন্ন সড়কে ইজতেমা ফেরত মুসল্লিদের ভিড়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।