ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ১৫ শিশু

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ১৫ শিশু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হিলি (দিনাজপুর): ভারতে অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশি ১৫ শিশুকে কারাভোগ শেষে দেশে ফেরত পাঠানো হয়েছে।

রোববার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শুন্যরেখা দিয়ে তাদের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের কাছে ফেরত দেয় ভারতের হিলি অভিবাসন পুলিশ।



হিলি অভিবাসন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির হোসেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. রফিকুজ্জামানের কাছে শিশুদের ফেরত দেন।
এ সময় ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার এসি রাম সিং ও বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুল হক, জাস্টিস অ্যান্ড কেয়ারের বাংলাদেশ প্রতিনিধি তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও জাস্টিস অ্যান্ড কেয়ারের উদ্যোগে এসব শিশুদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। তারা ভারতের বালুরঘাট শোভায়ন হোমে (শিশু অবজারভেশন সেন্টার) এক থেকে তিন বছর মেয়াদে কারাভোগ করে। নানা প্রলোভন ও কাজের লোভ দেখিয়ে এসব শিশুদের ভারতে পাচার করা হয়েছিল।

ফেরত আসা শিশুরা হলো, কুষ্টিয়ার বারেক আলীর ছেলে মইদুল ইসলাম (১৪), একই এলাকার রেজাউল হকের ছেলে মানিক (১৪), নুরু পাগলার ছেলে মো. ঝন্টু (১৫), মোশারফ হোসেনের ছেলে আশরাফুল মোল্লা (১৫), কুড়িগ্রামের সুধির চন্দ্রের ছেলে কার্তিক কুমার (১৪), একই এলাকার ষষ্টি রায়ের ছেলে প্রসেনজিৎ রায় (৯), গাইবান্ধার আতাউল ইসলামের ছেলে মমিন ইসলাম (১৪), সুনামগঞ্জের সুরুজ মিয়ার ছেলে রাসেল মিয়া (১৩), যশোরের মজিবর শেখের ছেলে রানা শেখ (১০), ঢাকার মজিবর রহমানের ছেলে রিফাত হোসেন আনার (১৪), একই এলাকার আমজাদ খানের ছেলে মো. ফয়সাল (১৫), আনোয়ার হোসেনের ছেলে মো.স্বপন (১২), চুয়াডাঙ্গার জসিম উদ্দিনের ছেলে জিল্লুর রহমান (১৫), ঠাকুরগাওয়ের মহেষ চন্দ্র বর্মণের ছেলে অবিনাশ রায় (১৪) ও বগুড়ার রোস্তম হালদারের ছেলে সাইফুল হালদার (১৫)।

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির দিনাজপুরের এরিয়া কোঅর্ডিনেটর সানাউল সায়েম জানান, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ও বাংলাদেশ সরকারের মাধ্যমে তাদের আজ দেশে ফেরত আনা হলো।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. রফিকুজ্জামান জানান, আমরা শিশুদের তাদের অভিভাবকের কাছে  বুঝিয়ে দিয়েছি।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।