ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয় ছাত্র সমাজ নেতা হিমুর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
জাতীয় ছাত্র সমাজ নেতা হিমুর মরদেহ উদ্ধার মিজানুর রহমান হিমু

ঢাকা: রাজধানীর রূপনগর থানার ইস্টার্ন হাউজিং বকুলতলা বেড়িবাঁধ এলাকা থেকে মিজানুর রহমান হিমু (৩৬) নামে জাতীয় ছাত্র সমাজের এক নেতার মরদেহ উদ্ধার করেছে রূপনগর থানা পুলিশ।

রোববার (১০ জানুয়ারি) সকাল ১০টায় স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তি পুলিশ মরদেহ উদ্ধার করে।



রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মতলবুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি বলেন, মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া মরদেহের পাশ থেকে একটি  জিআই তার উদ্ধার করা হয়। হিমুকে শ্বাসরোধ করে হত্যা করে এখানে ফেলা হয়েছে বলেও প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে।   

ওসি বলেন, হিমু রাজধানীর ওয়ারী এলাকায় থাকতেন এবং জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এজেডএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।