ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জের ৫ খুন

নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

মাহফুজুর রহমান পারভেজ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আলোচিত একই পরিবারের ৫ জনের ময়না তদন্ত শেষে মরদেহ তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
রোববার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে মরদেহগুলো হস্তান্তর করা হয়।



হত্যাকাণ্ডে নিহত তাসলিমার জা লামিয়া বেগমের (২৫) মরদেহ তার স্বামী শরীফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। লামিয়ার মরদেহ দাফন করা হবে তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল এলাকায়।

এছাড়া নিহত ৫ জনের মধ্যে তাসলিমা বেগম (২৮), ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫) ও ভাই মোরশেদুলের (২৫) মরদেহ গ্রহণ করেন তাসলিমা বেগমের স্বামী শফিকুল ইসলাম। এ চারজনকে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া কবরস্থানে দাফন করা হবে।
 
এর আগে দুপুরে ১০০ শয্যা হাসপাতালে নিহত ৫ জনের ময়না তদন্ত সম্পন্ন হয়। তখন তিন সদস্য বিশিষ্ট ময়নাতদন্ত কমিটির প্রধান হাসপাতালের আরএমও ডা. আসাদুজ্জামান জানান, একই পরিবারের ৫ জনের কারোই গলাকাটা হয়নি, বরং মাথায় আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে। কিন্তু তাদের শরীরে কোনো ধরনের চেতনানাশক মিশ্রন ছিল কি-না, সেটা ভিসেরা রিপোর্টের আগে বলা যাচ্ছে না।
 
তিন সদস্য কমিটির অন্য দু’জন হলেন ওই হাসপাতালের ডা. তোফাজ্জাল হোসেন ও ডা. মফিজউদ্দিন।
 
নারায়ণগঞ্জ শহরের ২নং বাবুরাইল খানকা মোড় এলাকার ফ্ল্যাট বাড়িতে একই পরিবারের পাঁচজনকে হত্যা করে দুর্বৃত্তরা। শনিবার (১৬ জানুয়ারি) রাতে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন তাসলিমা বেগম (৪০), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), ভাই মোরশেদুল (২৫) ও তাসলিমার জা লামিয়া (২৫)।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।