ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

উজিরপুরে ভিক্ষুকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
উজিরপুরে ভিক্ষুকের মরদেহ উদ্ধার

বরিশাল: বরিশালের উজিরপুরে যতীন্দ্রনাথ হালদার (৫০) নামে এক ভিক্ষুকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার শোলক ইউনিয়নের রামেরকাঠি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।



নিহত যতীন্দ্রনাথ হালদার রামেরকাঠি গ্রামের বাসিন্দা।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, যতীন্দ্রনাথ হালদার পেশায় একজন ভিক্ষুক। আগৈলঝাড়ার রত্নপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়ায় তার বোন সোনালী রানীর বাড়িতে থাকতেন তিনি।

সেখান থেকে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে উজিরপুরে নিয়ে আসে। এ সময় গ্রামের লোকজন মৃত ব্যক্তির চোখ উপড়ানো অবস্থায় দেখতে পায়। এছাড়া, মাথার পেছনে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় তারা।

খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। তবে, এটি হত্যা নাকি অন্য কিছু সে বিষয়ে  প্রাথমিকভাবে নিশ্চিত করে কিছু বলতে পারেননি ওসি।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।