ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে সড়ক অবরোধ, শ্রমিক নেতাসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
নাটোরে সড়ক অবরোধ, শ্রমিক নেতাসহ আটক ৪ ছবি: প্রতীকী

নাটোর: নাটোরে পরিবহন শ্রমিক নেতাকে মারপিটের প্রতিবাদে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় এক শ্রমিক নেতাসহ ৪ জনকে আটক করে পুলিশ।


   
রোববার(১৭ জানুয়ারি) বিকেলে তাদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিক নেতা বাদলকে মারপিট করে আহত করে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিকেলে শ্রমিকরা শহরের কান্দিভিটা এলাকার রাজশাহী-ঢাকা মহাসড়কের বটতলা মোড়ে অবরোধ করে।

এ সময় সব যানবাহন বিকল্প রাস্তায় শহরের মধ্যে দিয়ে চলাচল করায় শহরে হালকা যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। পরে আহত শ্রমিক নেতা বাদল, আনোয়ার, রাজিব ও সোহেলকে আটক করে থানায় নিয়ে যায়।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, পরিস্থিতি সামাল দিতে কয়েকজনকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।