ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

ডিস্ট্রক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): শ্রীমঙ্গলে রেলব্রিজের ফাটল মেরামতের পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে।

রোববার (১৭ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে বলে শ্রীমঙ্গল ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানিয়েছেন।



রেলব্রিজে ফাটল দেখা দেওয়া বিকেল ৪টা থেকে এ রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়।

সাখাওয়াত হোসেন বাংলানিউজকে জানিয়েছিলেন, সাময়িকভাবে শ্রীমঙ্গল-ভানুগাছা রেললাইনের ১৫৭ নং ব্রিজের গার্ডারে ফাটল সারিয়ে ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে। তবে এখানে সার্বখ্ষণিক পাহারা দেওয়ার জন্য লোক রাখা হয়েছে। আর এ ব্রিজের ওপর দিয়ে সর্বোচ্চ ৫ কি. মি. গতিতে ট্রেন চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

শ্রীমঙ্গল রেল স্টেশন সূত্রে জানা গেছে, রেলব্রিজে ত্রুটির কারণে আটকে থাকা চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস, ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ও কালনি এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশন থেকে ছেড়ে গেছে এবং সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেসও ভানুগাছা স্টেশন থেকে ছেড়ে গেছে।
 
বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এসএইচ

** ঢাকা-সিলেট, সিলেট-চট্টগ্রাম রুটে রেলযোগাযোগ বন্ধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।