ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

দেশের সবচেয়ে বড় ইয়াবা চালানসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
দেশের সবচেয়ে বড় ইয়াবা চালানসহ আটক ৩ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা ও চট্টগ্রামে ২৮ লাখ পিস ইয়াবা ও ইয়াবা চোরাচালানকারী চক্রের প্রধান আলী ‍‌আহমেদসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১৮ জানুয়ারি) সকালে র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং কর্মকর্তা মুফতি মাহমুদ খান এ  তথ্য জানিয়েছেন।



তিনি জানান, রোববার দিনগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম ও ঢাকার বেশ কয়েকটি এলাকা থেকে ২৮ লাখ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়।

এ বিষয়ে র‌্যাব কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এনএ/এনএইচএফ/জেডএফ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।