ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

লঞ্চে তরুণীকে ধর্ষণের ঘটনায় অস্ত্রসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
লঞ্চে তরুণীকে ধর্ষণের ঘটনায় অস্ত্রসহ আটক ৪

চাঁদপুর: ঢাকা থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী যাত্রীবাহী লঞ্চে তরুণীকে ধর্ষণের ঘটনায় অস্ত্রসহ ৪ যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।



রোববার (১৭ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টায় চাঁদপুর নৌ টার্মিনালের কাছাকাছি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মাদারীপুর জেলার সমিতির হাট এলাকার আতাহার মোল্লার ছেলে সুজন (২৫), ঢাকা শ্যামপুর পোস্তাগোলা, করিম উল্যাহবাগ আতিক উল্যাহর ছেলে ইমরান (২৫), একই এলাকার হারুনুর রশিদের ছেলে সাব্বির হোসেন (২০) ও মো. মফিজুর রহমানের ছেলে রজব আলী (২৬)।

লঞ্চের মাস্টার মতিউর রহমান বাংলানিউজকে জানান, ঢাকা থেকে লঞ্চটি ছেড়ে আসার পর চাঁদপুরের কাছাকাছি এলে লঞ্চের ৩৩২নং কেবিন থেকে তরুণীর চিৎকার শোনা যায়। পরে সেখানে গিয়ে ওই তরুণীসহ ৫ জনকে তালাবদ্ধ করে রাখা হয়। লঞ্চটি চাঁদপুরঘাটে আসার পর নৌপুলিশ এসে তাদের নিয়ে যায়।

চাঁদপুর নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বাংলানিউজকে জানান, ওই তরুণী মাদারীপুরের প্রেমিক সোহেলের সঙ্গে তার বাড়িতে যাচ্ছিলেন। লঞ্চে ওঠার পর ৪ যুবক তাদের পিছু নেয়। পরে সোহেলকে মারপিট করে কেবিন থেকে বের করে দিয়ে তাকে ধর্ষণ করা হয়। রাতেই তাদের চাঁদপুর মডেল থানায় নিয়ে আসা হয়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বাংলানিউজকে জানান, এই ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। সকাল ১১টায় অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান আটকদের জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার সত্যতা স্বীকার করেন।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।