ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
সিলেটে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১ ছবি: প্রতীকী

সিলেট: সিলেটের বিশ্বনাথে পল্লী এলাকায় মাটি কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে জহুর আলী (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।   এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।



সোমবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার খাজাঞ্জি ইউনিয়নের বাওনপুর গ্রামের আয়াছ আলী ও মাস্টার আবদুল মতিন পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহত জহুর আলী ওই গ্রামের মৃত মনোহর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, একটি সরকারি খাস জমি থেকে মাটি কাটাকে কেন্দ্র করে সকালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় আধ ঘণ্টাব্যাপী সংঘর্ষে চলে।

এতে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে আয়াস আলী পক্ষের জহুর আলী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংঘর্ষে আহতদের মধ্যে হারিছ আলী, গিয়াস উদ্দিন, কামাল আহমদ, আমির আলী, মজর আলী, কবির আহমদ, স্বপন আহমদ, লিয়াকত আলী, মজর আলী, সাহেল আহমদ, কুতুব উদ্দিন, রাজু মিয়া, ফয়জুল মিয়াকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
 
সিলেটের বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই বাংলানিউজকে সংঘর্ষে একজন নিহত হওয়ার বিষয়টি জানিয়ে বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রস্তুতের পর মরদেহের ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।