ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
গোপালগঞ্জে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: অষ্টম পে-স্কেল কার্যকর করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে গোপালঞ্জের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।

সোমবার(১৮ জানুয়ারি) দুপুর ১২টায় সদর উপজেলা শিক্ষক সমিতি প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে।



মানববন্ধন চলাকালে জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মাহে আলমের সভাপতিত্বে সংগঠনের সদর উপজেলা কমিটির সভাপতি সুনীল চন্দ্র শীল, সাধারণ সম্পাদক নিহার কান্তি বাছাড়, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন আন্দোলনকারীরা।
   
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬   
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।